সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

অবিস্মৃত - বুদ্ধদেব বসু

অবিস্মৃত


ভোর
বুদ্ধদেব বসু

রচনাকাল- ২৫ জুন ১৯৪৪

অন্ধকার কেঁপে ওঠে আলোকের প্রসব-ব্যথায় ।
বিশাল আকাশ-চক্রে লাগে তীব্র তাল,
অনন্ত ঘূর্ণনে তার তারাঙ্কিত জ্বলন্ত অর্ধেক
পশ্চিমের প্রান্ত থেকে পূর্বদিগন্তের
আহ্নিক নির্বানে
রুদ্ধশ্বাসে ধাবমান ।

দিন নয়, রাত্রি নয়, নিদ্রা নয়, নয় জাগরণ ।
জন্ম আর মৃত্যুর সঙ্গম,
স্বপ্ন আর বাস্তবের সেতু,
স্বর্গ আর পৃথিবীর থরোথরো মিলনকম্পন ।
জীবন স্পন্দন মাত্র, সুখ দুঃখ ক্রন্দন কৌতুক
নির্বিশেষ ছায়ালোকে মেশে ;
নিদ্রাতুর, নিদ্রারহিতের
জীবিত, মৃতের
পার্থিব প্রভেদ লুপ্ত ;
রাত্রি সে তো আলোকের মাতৃরূপ,
সুপ্তি সে তো লক্ষ খণ্ড জাগরণ তলে
পূর্ণতার অদৃশ্য, অবর্ণ সূত্র,
মৃত্যু সে তো জীবনের স্পন্দন-ক্ষণের
বস্তুর বিদ্যুৎময় শূন্য নর্তনের
চিরন্তন ছন্দের বন্ধন ।
যে-আমিরে আমি চিনি,
তার লক্ষ বিচিত্র ইচ্ছার
অন্তরালে আমি নিরঞ্জন ।

(এই কবিতাটি বুদ্ধদেব বসুর 'রূপান্তর' নামক কাব্যগ্রন্থ হইতে উদ্ধৃত । যেটি মাত্র ১২৫ খানি জুলাই ১৯৪৪এ মুদ্রিত হইয়াছিল। )

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন