সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - মনিরা বাকী

ফেলে আসা ভুলে
মনিরা বাকী



গুহার আঁধার ছেড়ে আলোতে এসে দেখো
ক্ষোভে ফেটে পড়া জ্বালামুখীতে কে কাকে ছুঁড়ে ফেলে ?
জোনাকি না হয়ে কার আর সাধ জাগে আগুনমুখী পতঙ্গ হবার ?
যদি ইচ্ছে করো দৃশ্যটা দেখার; জানি পারবে ।
জেগে যে ঘুমাতে পারে, তাকে কি জাগানো যায় ?
তাই যাই না আর ওদিকে ।
ঘুমের শহর অচেনা হল; রোদের আঁচড়ে দগদগে হল দিনের ক্ষত !
তোমার অবিনাশী চোখ জুড়ে ভালবেসে আজও এই দু’চোখ অবনত !
ফোটে কত ফুল;গায় কত পাখি;কত পতঙ্গ মেলছে ডানা,
গন্তব্য তবু ঠিক হয়নি, মনও রয়ে গেল অজানা ।
গাংচিল মন ওড়ে; ওড়ে সাদা বক ভাবনারা রাশি রাশি
আজও মনে পড়ে সেদিনই তো ছিলাম দু’জনেই পাশাপাশি ।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন