সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কবিতা - কিংশুক ঘটক



নির্ভয়া তোকে !!!


তোর নাম নাকি নির্ভয়া ?
বেরিছিলিশ বেশ আনন্দেই রাজধানীর রাজপথ নির্ভয়ে !! 
ঘরে আর ফেরা হলনা তোর; নীরভিক কাপুরুষেরাই খাবলে খেলো তোকে ।।
কেন চরেছিলিশ অজানা বাস ; কেন ধরেছিলিশ প্রেমিক এর উষ্ণ হাত ??
জানতিস না কি যে এটাই ছিল তোর একমাত্র অপরাধ ??
তোর তেইশ এর লালাঝরানো যৌবন; আর অমলীন শরীর নিয়ে ওরা করলো ছেলেখেলা !!
ধর্ষিত উলঙ্গ শরীর টা পরে থাকলো ব্যাস্ত সড়ক এর বুকে !
আমরা শুধু চেয়ে চেয়ে দেখলাম আর বললাম ভারী খারাপ কাজ।।


তোর খোলা শরীর টায় ওরা ছরিয়ে দিল যৌনতার এক অন্ধ অভিশাপ ,
রড , লাথি , ঘুষি কিছুই দেয়েনি বাদ মানুষ নামের পশুগুলো !!
অথচ আমরা শুধু বললাম তো বেশ অন্যায় অপরাধ

দিন গেল ; বারলো যনরোষ ;
Raysina hills
থেকে কলকাতা ময়দান ; সবাই বেশ ক্ষিপ্ত !!

আজ ২৯ ; দামিনি তুই আর নেই ;
অথচ এরকম কত ২৯ হারাল কত দামিনি , কত রাগিণী ??
কেউ খবর রাখেনি ; কেউ খবর রাখেওনা ।।
শুধু জ্বলন্ত মোমবাতি শিখা আর কিছু মুখস্থ করা বুলি ,
এই হল আজ নাকি প্রতিবাদের ভাষা !!
তোরা আসবি ; আবার অনেকেই এভাবে চলে যাবি ;
আমরা তোদের লুঠব , করব কণ্ঠরূদ্ধ ।।
যুগের দুঃসাশন এর কাছে বারে বারেই তুই হারবি দ্রৌপদী ,
বেঁচে থাকতে চাইলে তুই খুঁজে নিস নিজের শ্রীকান্ত কে !!
জনসমাজ থেকে সরকার ; মন্ত্রী থেকে parliament ,
সবাই আজ নিশচুপ , কেউ কিছু দেখেনা , কেউ কিছু করেনা।
সবাই শুধু বলবে নাকি খুব খারাপ কাজ!!”
অথবা হয়ত দেখবি দিনের শেষে তুই নংরা ; তুই বেশ্যা !!
হাতে পাবি গরম হাজার বিশেক ; এই হবে তোর প্রতিদান , বাঁচার সারমর্ম !!
এভাবেই চলবে সবকিছু , আর আমরা ??
ছিলাম , আছি  আর থাকব এভাবেই  

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন