সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কবিতা - জীনাত জাহান খান



ঝরা কাব্য

আকাশে মুখ ইট নীচে লুকিয়ে থাকা বির্বন ঘাস যেন
হলুদ আবেগ, ভুলভাবে শুকিয়ে বর্নহীন
সবুজ ভুমি জুড়ে জ্বলছে হলুদ নরম রোদ,ফুল ফোটার শব্দ
নিতে নিবিষ্ট ইন্দ্রিয় অসুখ পাতাদের ঝরে পড়া পথে
অভিলাষী মন আমূল পাল্টায় নিজের বা অন্যের
আইন-কানুনের সমস্ত দেয়াল যাপনের গূঢ় চাবিকাঠি
খোঁজে যে ভ্রমন, মনে হয় এক ঘর টপকিয়ে অন্য ঘরে আসা
মৃত্যু মহান বিচ্ছেদ শেকড় পাল্টে নতুন দেখার বাসনায়
সন্ধ্যাগুলোকে বেছে নেই, যেখানে বাতাস আসবে আত্মজীবনী
হয়ে যেন গোপন নেশার শ্রুতিহীন অন্ধকার রাত সম্পর্ক
নিহিত মধ্যরাত অবিরাম সবর্স্ব খোঁজে, শীত ঘুম ছেড়ে
ঝরে পড়ি ফুলেদের সাথে শরীরের অবিরাম পাতায়






জলের ভ্রমন

ক্লান্তির মেদ রাতের পোষাক ছেড়ে
ভোর অভিমুখী, অস্পষ্ট উন্মেষের গাঢ় নিঃশ্বাসে
বাক্সবন্দী বাতাস প্রবল সবটুকু ক্ষমতায়
তীব্রতায় ভরে তুললো বুক সৌন্দর্যকে
প্রশ্নবিদ্ধ আলো নেই আছে বধির অভ্যাস
ঘুম হারানো চোখ দখল করে কোটর
অব্যক্ত ভাষার নিরবতায় ফেটে যায় দৃষ্টি
অশ্রুধারা কপোল হয়ে থুতনি, অবশেষে -
বুক বেয়ে নেমে যায় নাভি মূলে
আহার অনিহায় নষ্ট হয় খিদে
থেমে না থাকা প্রবাহমান নোনা জলধারা
অস্হির ঢেউ হয়ে নদীর ভ্রু ঘেষে
ভ্রমন ছলে আছড়ে চলে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন