সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কবিতা - কিরীটি সেনগুপ্ত



রিক্টারের কাটায় 

এক

সেই কাকভোরে বৃষ্টি শুরুঝিরঝিরেথামবে নাস্বভাবচরিত্রের স্বভাবভরা পৌষের পাথর জমা শীতখাঁচার রিক্টারে চার-এর কম তো নয়ইপথ চলতি হাতে গোনা কয়েকটি প্রাণী, বিক্ষিপ্ত এদিক-ওদিকপথের ধারে ঝাপসা এক্রিলিকে স্বপ্নের আদুরে প্রেমভেজা বট্ চারপেয়ে ঝাঁকুনির অপেক্ষায়ফুটপাথের পশ্চিমে কানাগলির বস্তিখড়কুটো জ্বালিয়ে সেঁকে নিচ্ছে হাতকখনো পাঅবশ স্নায়ু কোমায়, জেগে উঠতে চায়খুব ইচ্ছাউপায় ?

দুই

জানলা খোলা রেখে ঘর পালানোমনের বিকার বুঝিচাদর মোড়া শীতে একা হাটতে পাওয়াখানিক স্বস্তিমজাও খানিকহা করলেও ধোঁয়া নেইখাঁজে খাঁজে বরফ কুচিগরম বাড়লে গলবেজল হবেধোঁয়া বেরুবে নাকত খুঁতমস্ত খুঁত বটেঘুলঘুলি লাগাতে বেমালুম ভুলেছেপাকিয়ে ধোঁয়া জমছেরিক্টার চার ছাড়ালোএখুনিকিন্তু ধোঁয়ার ঘাম?


তিন

বছর সাতেকের পুরনোপড়ে পড়ে ধুলো মেখেছেঝাড়পোছে এখন সাদাকোথাও একটু ধূসরচেয়ে আছেনতুন কেনা জল রঙে তুলি টানছে প্রলয়ক্যানভাস শুষে নিচ্ছে নরম আদরঅভিমানী মুখ লজ্জায়, ঘোমটায়সবুজে-হলুদেতুলি শেষে ব্রাশকনুই-এর জোর ধাক্কায় কোমর নীলসরেছে আড়ালবরফ জলে চকচকে আয়নানীল সমুদ্রের হাতছানিপ্রলয় শান্ত আজরিক্টার সাড়া দেয় না





ধুলো পায়ে

প্রণাম করতে থমকে গেছিপায়ের বুড়ো আঙ্গুলে ধরেছ তাকেযত্নে ধরেছ ধুলো
সব তুলেছি মুহূর্তেধুলো মাথায় করে ঘুরেছি কতোপায়ে হেটেধুলো
পথেধুলো হব, লোভ ছিলপায়ে পায়ে ঘুরব জেনে পেছন হাটাএক পা, দু পা

প্রথম শুরু পথের শেষে ধুলো হইনি, ধরিনি পায়ে

অঙ্গুষ্ঠ-প্রমাণ ধুলো-পায়ে বসে ছিল
 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন