সংশয়
অনিমেষ সিংহ
মুহূর্তরা বদলায়
ছোবলে হ্যামলক গেঁথে,
প্রতি পলকে
ছলকে ওঠে নদী।
কখন নম্বর আসে
মায়াময় কূহেলীকায়,
কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে
আমার সর্বস্ব নিয়ে
সিরোট্রেটাসের ওপর উঠে যায় রথ ,
সূর্যের চেয়েও আতপ্ত উত্তাপে
ধরতে পারি না
প্রিয়তমা অবয়ব।
এখনো জঠরে যন্ত্রনা সাথী
নিদারুন তৃষ্ণায়,
অস্ত্রের আগে আগে আমাদের ইতিহাস
নদী মাতৃক
শুকনো কূলে ভেসে যায়
ঘোড়া গুলো।
তোমায় ধরতে পারি না।।
মুহূর্তরা বদলায়
ছোবলে হ্যামলক গেঁথে,
প্রতি পলকে
ছলকে ওঠে নদী।
কখন নম্বর আসে
মায়াময় কূহেলীকায়,
কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে
আমার সর্বস্ব নিয়ে
সিরোট্রেটাসের ওপর উঠে যায় রথ ,
সূর্যের চেয়েও আতপ্ত উত্তাপে
ধরতে পারি না
প্রিয়তমা অবয়ব।
এখনো জঠরে যন্ত্রনা সাথী
নিদারুন তৃষ্ণায়,
অস্ত্রের আগে আগে আমাদের ইতিহাস
নদী মাতৃক
শুকনো কূলে ভেসে যায়
ঘোড়া গুলো।
তোমায় ধরতে পারি না।।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন