
সম্পাদকের কলম থেকে
যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেন সংস্থিতা
নমস্তসৈঃ নমস্তসৈঃ নমস্তসৈঃ নমো নমঃ
বন্ধুরা,
ভাল আছেন তো?
আবর্তনের স্বাভাবিক নিয়মে শরৎ আসে। আসে উৎসবের দিনগুলি। প্রকৃতি হয়ে ওঠে মোহময়, স্বতঃস্ফূর্ত সৌন্দর্যে পৃথিবী নেচে ওঠে, বয়ে যায় হৃদয়ে হৃদয়ে ফল্গুধারা। সেই ধারার সাথে মেলবন্ধনে ফিরে এলাম আমরা। শারদীয়ার আগাম প্রতিশ্রুতি নিয়ে।
সফল কি না সে খবর আমাদের জানা নেই, কিন্তু সবার আন্তরিকতা ও ভালোবাসার সহজ সরল বন্ধনে এই প্রচেষ্টা যে সব দিক থেকে সুন্দর এ কথা স্বীকার করতেই হবে। সে ক্ষেত্রে "সৌকর্য" নামটা স্বার্থক।
ঠিক ধরেছেন বন্ধুরা আবার প্রকাশিত হল আপনাদের ভালোবাসার "সৌকর্য"।।
প্রবীণ ও নবীন সাহিত্যিক ও সাহিত্যানুরাগী মানুষজনকে একসঙ্গে একসুত্রে গাঁথার চেষ্টা করে এই সৌকর্যের জন্ম। তাই এই মিলন মেলায় যেটা সব থেকে বেশী চোখে পড়ে , তা হল এক সাথে একাধিক প্রজন্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সাহিত্যের রস উপভোগ করছে ও তারই সাথে নতুনকে খুঁজে এনে তাদের সৃষ্টিকে সবার সামনে প্রকাশ করছে।
আমাদের বিশ্বাস, পুরোন না থাকলে নতুনের জন্ম সম্ভবপর নয়, নিজেদের ঐতিহ্য ও দর্শনকে না জানলে, না বুঝলে সেই চেতনায় কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যায়। তাই সেই কথা মাথায় রেখেই এবারের সৌকর্যে থাকছে কিছু বিশেষ আকর্ষণ।
১. বহু পুরোন কোন কবির কবিতাতা ছাড়াও কবিতা - গল্প - ভ্রমণ-রম্যরচনা ও প্রবন্ধের সমাহারে সেজে উঠেছে আমাদের সৌকর্য । আপনাদের সবার সাথে হাতে হাত রেখে ভবিষ্যতের এক সুন্দর ও বলিষ্ঠ অনলাইন সাহিত্যপত্রিকা হিসেবে পরিচিতি লাভ করুক সৌকর্য , এটাই কাম্য।
২. ঐতিহ্য ও উত্তরাধিকার, পরম্পরা
৩. ভারত-কথা,
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন.... সুস্থ রাখুন নিজেকে ও নিজের চারপাশকে ।। পূজোর গন্ধকে ছড়িয়ে দিন ধনী থেকে দরিদ্রে, মানুষ থেকে মানুষে, মন থেকে মনে।
আগমনীর প্রীতি ও শুভেচ্ছাসহ......
ধন্যবাদান্তে
সৌকর্য সম্পাদক-মন্ডলী
সৌকর্য সম্পাদক-মন্ডলী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন