সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - এমদাদুল আনোয়ার

শিকারী
এমদাদুল আনোয়ার


পাখি দিয়ে পাখি ধরো কেন?
খাঁচার পাখি দিয়ে বনের পাখিটিকে
করছ যে বার বার নিঠুর শিকার
সে কি ক্ষোভে, নাকি কোনো বেদনায়?

তুমিও কি হয়েছিলে
মানুষের রূপ ধারী
কোনো এক পাখির শিকার
পাখি দিয়ে পাখি ধরো সেই অভিমানে?
চুপ কেন শিকারী, পায়ে পড়ি বলো!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন