ইচ্ছেরা
সৌরদীপ গুপ্ত
খেপা:
বিভ্রান্ত দুচোখ জুড়ে একা রোদ
বিকৃতকাম ইচ্ছের মতো
জোরাজুরি করে চলে আলোছায়া,
এখনো অক্ষত
জিবত্কালের গানে
তাল-ভাঙ্গা একা ধরতাই
তবু দিন রাত্রি ধরে,
একা একা, পথ চলে যাই......
প্রেমিক:
আঁধারেরা ঘিরে ধরে,
বাঁশির সুরেতে জাগে আলো
মাঝরাতে তবু কেন ‘পাপবোধ’
নিষেধ পাঠালো, কাছে যেতে,
নিভৃতের উষ্ণ রূপান্তর
আমরাও জেগে থাকি,
বেদনারা জাগে নিরুত্তর।......
বধূ :
নিষেধের হাত ধরে জাগি
বৃষ্টির গানে দিই ঘুম
রাত্রিদিন ঝুম ঝুম ঝুম....
খেপার নূপুর বাজে,
চর্বি জমে, গলায়-উদরে
বেপাড়ার প্রেমিকেরা
শরীরের ভাঁজে খেলা করে?
খেপা:
বিভ্রান্ত দুচোখ জুড়ে একা রোদ
বিকৃতকাম ইচ্ছের মতো
জোরাজুরি করে চলে আলোছায়া,
এখনো অক্ষত
জিবত্কালের গানে
তাল-ভাঙ্গা একা ধরতাই
তবু দিন রাত্রি ধরে,
একা একা, পথ চলে যাই......
প্রেমিক:
আঁধারেরা ঘিরে ধরে,
বাঁশির সুরেতে জাগে আলো
মাঝরাতে তবু কেন ‘পাপবোধ’
নিষেধ পাঠালো, কাছে যেতে,
নিভৃতের উষ্ণ রূপান্তর
আমরাও জেগে থাকি,
বেদনারা জাগে নিরুত্তর।......
বধূ :
নিষেধের হাত ধরে জাগি
বৃষ্টির গানে দিই ঘুম
রাত্রিদিন ঝুম ঝুম ঝুম....
খেপার নূপুর বাজে,
চর্বি জমে, গলায়-উদরে
বেপাড়ার প্রেমিকেরা
শরীরের ভাঁজে খেলা করে?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন