সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - শর্মিষ্ঠা ঘোষ

পারছি না
শর্মিষ্ঠা ঘোষ


চোখ থেকে মোটে কয়েক ফারলং দূর ,
পেরোতে পারছি না ,আমি পেরোতে পারছি না
থুতনির ভাঁজে নজর না লাগা তিল,
চোখের চুমাতে ঠোঁটের বনবাস ,
বুলি,ফুটলেই বশীকরণের সুর,
মন্ত্রমুগ্ধ কস্তূরী ঘ্রাণে ভুলি
হারাতে পারছি না , কিছুতেই হারাতে পারছি না ।
বেতস লতায় প্রথম পাপের কাঁপন
বোবা কুলিকও সাক্ষী আছে , তা জানি,
ভয়াল গর্ভে কখন গিয়েছি নেমে,
একলা স্মৃতি ভ্রান্তি কক্ষে থাক,
তুমি কি আর কখনো এসব ভাবো ?
তুমি কি আর আনমনা হয়ে থাকো ?
জানতে চাইছি না , আমি আর জানতে চাইছি না ...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন