সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সন্দীপন চক্রবর্তী

সম্বল
সন্দীপন চক্রবর্তী


আমার সম্বল ছিলো কিছুটা জিজ্ঞাসা আর কিছুটা ইয়ার্কি
আমার আকাশ ছিলো সাদামাটা, ধূসর, একঘেয়ে...
আমার বিদ্যুৎ ছিলো মাঝরাতে ঘুমভাঙা চাঁদ
আমার বাঁ-পাশে ছিলো পরীর মতন এক মেয়ে

আমার ডানপাশ ছিলো কানাভাঙা, তুবড়ে যাওয়া ধূ ধূ ––
যখন যা ছুঁতে গেছি, সবই আরও দূরে সরে যায়
আমার বলতে কিছু কখনও ছিলো না কোনোদিনও

স্টিলের এ দীর্ঘ জিভ জুড়ে এক তীব্র তেতো স্বাদ ––
আমার সে জিভ আজ আমাকেই চুল্লির ভিতর
সাঁৎ করে টেনে নিতে চায়...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন