প্রস্তরে প্রেম
তানজির উদ্দিন
এখন পাশাপাশি থাকে খাদকেরা
বন্য পশুর জ্বালায় বিক্ষিপ্ত মন;
দেহের অস্থিরে কারা কোথায় যেন হারায়
বেগ ওদের নিয়ে চলে বিবর্ণ খেয়া ঘাটে ।
রাত দিন সমাপ্তিতে যায় হীন জৌলুস,
বেদ বাক্যের খতিয়ান চিনে নাও আজ
রগড়ানো হোক কল্পিত অধিকরণে,
তাই
সমীকরণে প্রসূত আত্মায় এক শ্লোগান ।
কানে কানে বলে চলে,
দিকহীন পথের অন্তিমে
বর্ণহীন বিবাদে বিরোধ রচে;
কল্পনার প্রসাদে বসে থাকে মানবী
রূপসী আক্ষেপে নাচনে প্রাণের তরে;
তিলোত্তমায় বিরোধহীন প্রেম ও
প্রস্তরজাত এক শোক কাব্য ।
তানজির উদ্দিন
এখন পাশাপাশি থাকে খাদকেরা
বন্য পশুর জ্বালায় বিক্ষিপ্ত মন;
দেহের অস্থিরে কারা কোথায় যেন হারায়
বেগ ওদের নিয়ে চলে বিবর্ণ খেয়া ঘাটে ।
রাত দিন সমাপ্তিতে যায় হীন জৌলুস,
বেদ বাক্যের খতিয়ান চিনে নাও আজ
রগড়ানো হোক কল্পিত অধিকরণে,
তাই
সমীকরণে প্রসূত আত্মায় এক শ্লোগান ।
কানে কানে বলে চলে,
দিকহীন পথের অন্তিমে
বর্ণহীন বিবাদে বিরোধ রচে;
কল্পনার প্রসাদে বসে থাকে মানবী
রূপসী আক্ষেপে নাচনে প্রাণের তরে;
তিলোত্তমায় বিরোধহীন প্রেম ও
প্রস্তরজাত এক শোক কাব্য ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন