সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - বিদিশা সরকার

বিল্লুরানি
বিদিশা সরকার


এক পক্ষকাল অপেক্ষার পর বিল্লুরানি
ভাঁজ করে রাখলো রাতের শরীর।
যদিও সারা দেওয়াল জুড়ে
একটাই শব্দ বেজে উঠেছিল "তওবা " "তওবা " ।
তবু সে জানতো, নার্গিস চোখের সুর্মা মুছে দিলে
নিষিদ্ধ রাতের রূপচাঁদ বড়াল স্ট্রীটের মতোই সব পথ সুনসান,
ফরাসে পড়ে থাকে সারেঙ্গী ।
সারেঙ্গী যখন চলে গিয়েছিল
বিল্লুর সুর্মাও শেষ ।
খদ্দেরের জন্য পেতে রাখা বিছানায় অভিষিক্ত মুগ্ধতারা
একবারও জানতে চাইলনা বিল্লু কেন সে ভাবে বাজেনা ,
কেন বিল্লু আলিঙ্গন প্রত্যাখ্যান করে হাঁপাতে হাঁপাতে ছুটে যায়
খোলা জানলায়,
আর ঠাহর করার চেষ্টা করে দূরের সে শব্দ
অন্য কার ঘরে বেজেই চলেছে ।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন