সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - চৈতালী গোস্বামী

প্রেম
চৈতালী গোস্বামী


মেঘের পাহাড়ে ঘুমিয়ে ছিলাম অনেকক্ষণ।
জেগে উঠলাম, আর উপন্যাস শুরু হল ,
গীর্জার সামনে এসে দাঁড়ালাম ,
ঘাসের মুখ ভিজিয়েছে শিশির
পাইনের পথ আরও শিথিল …

আমায় বর্ষাকালের মত ভালবেসেছ তুমি।
তাই ঝাউয়ের ভিড়ে ঘর বেঁধেছি একসুরে
দীঘির মত উপচে এসেছ বলেই
সরোবরে সরোবর মিলে গেল।

বর্ষা হোক
ঘাস হোক
আরো গভীর হোক অরণ্যের বুক

একটা কামড়-আদরের সকাল দিয়েছ তুমি।
একটা গীর্জা
একটা সরোবর
আমার শরীরে তীব্র বুনো-গন্ধ দিয়েছ
তুমি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন