সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - ইমেল নাঈম

আর্জি
ইমেল নাঈম



সরল অংক গরল হচ্ছে বারবার,
আশার ফানুস মিথ্যেয় উড়ছে হাওয়ায়।
অন্নপ্রাশনকে খাঁটি ভেবে পাড়ি দিই দু'মাইল পথ
অতঃপর মোহ ভাঙ্গতেই তমস্যার সৌধসিত।

ইদানিং মধ্য-পূর্ব পৃথিবীতে মাছিদের আগ্রাসন প্রকট ,
ছয়টি মাছি মুখ হা করে আছে শকটে ।
নিবৃত কর কেউ ওদের ।
কেউ বোঝাও -
নোংরা ময়লা খেয়ে আর যাই হোক
পৃথিবীর বুকে শান্তি নামে না ,
দর্শন হয় না স্ট্যাচু অফ লিবার্টি'র ।

মাছিদের বল চলে যেতে
তাদের আগমন রক্তের স্বাদ দেবে পৃথিবীকে ...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন