সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - মামনি দত্ত

একক সঙ্গী
মামনি দত্ত



সমুদ্রপাখি
অতল ভুলে বৈকালিক স্বরে চাঁদ প্লাবন খুঁজে মরে,
সাধ ওগো সাধের কাছাকাছি ডানা মেলা গান ! .....
গান আর গানের কিছু ঘুম ........
অনেক স্বপ্ন –
সারি বেঁধে কম্পাঙ্ক শুষে নেয়।

হলুদ আখরগুলো
পাক খায় জলের সিঁড়ি বেয়ে,
তারই দোতারা তে বিবাদ ঘুচে পরিতৃপ্ত যাপন
.....শরীর ঘামে উষ্ণতা অনিঃশেষ নরম,
কাতর স্পর্শ লেগে থাকে
বাঁধ ভাঙা নিখাদ যামিনীর হাতে
যার বালিরাশি তে নীল সেতু ... ...
তার উপর একাকী শঙ্খ,
শঙ্খের বুকে এক অতল সমুদ্রপাখি।




1 comments:

  1. গান আর গানের কিছু ঘুম ........
    অনেক স্বপ্ন –
    সারি বেঁধে কম্পাঙ্ক শুষে নেয়।

    উত্তরমুছুন