সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সুবর্ণা গোস্বামী

জল থেকে যায়
সুবর্ণা গোস্বামী



কলমের ছায়া ঘিরে যেন নেচে বেড়াচ্ছে বৈশাখ,স্পষ্ট হচ্ছে না কিছুতেই শব্দ জব্দের জটাজুটধারী সন্ন্যাসীর মনস্কাম,সে আমায় নিয়ে যেতে চায় কোন অবেলায়? তোমার এবং তোমার সঙ্গেই রাত্রি কাটে অথচ বনবাস এবং বন সংক্রান্ত বসবাসের উড়ো চিঠি এসে ভেস্তে দেয় বৃষ্টির অবতরণ ‘আমি মেঘ না নীল,নীল না মেঘ? ”

উড়ে চলা এক খণ্ড সকাল গাইতে থাকে ভোর ভোর।

শব্দগুলো এক একদিন সত্যি জব্দ করে ছাড়ে! কিছুতেই ছুঁতে পারি না ওদের অমিমাংসিত ঠোঁট খেলায় ক্লান্ত বেড়ালের মত উরুর উপরে শুইয়ে দোল দিতে থাকে রাত্রিকে অথবা রাত্রির গভীরে রাখা আমার স্তুপকে।

সেই অপুষ্ট সহবাসকেও রঙিন নাভির উষ্ণ স্পন্দন করে তুলতে পারে যে,তার ডাক শুনি চুড়ান্ত দুপুরে,বদলে নিতে চাই পুরনো দুঃখ গুলি,চমকে দেখি ভয়াবহ অরূপ তার বেদনাসম্ভার।জলের ঘাই লাগে বুকের পাথর বাঁধানো ঘাটে।ভালবাসতে ইচ্ছে হয় আবার হারানো বেহালাটিকে। আমি ডুবতে ডুবতেও সাঁতার শিখে ফেলি, অরূপের মুখ ও মুখের আড়ালে ইতিকথা আমাকে জানায় কষ্টের রঙ নীল নয়,ভালোবাসাও নয় গোলাপী,একবার ধুলেই ওদের রঙ চলে যায়,শুধু জল থাকে,জল থেকে যায়।

1 comments: