সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - ঊষসী ভট্টাচার্য

বনফুল
ঊষসী ভট্টাচার্য



সারা রাত জাগা বুকের নোঙরে
ভেসে ওঠা মুখ,
পরিত্যক্ত বিছানায়
হারিয়ে ফেলা বসত বাড়ি,
পোড়া কিছু চিঠি
তারই মাঝে রিনরিনে বাজে..
`তোকে নিয়ে মহুল বনের সারেং হবো`


বনপলাশির বন্য চিবুক ছুঁয়ে যায়
রাত পোড়া ক্যাডবেরি দাগ
সাদাটে ধোঁয়ায় ছাই হয়
মাদলের আওয়াজে দুলতে থাকা শরীর -
অবিন্যস্ত নাবিকের সাঁওতালী ফুল
শহুরে পাশবালিসে তুলো ভরে,
মহুয়ার বিষে পোষ না মানা কেউটে
খেলে কানামাছি ...
ক্যানভাসে ভাসে চেনা স্বর
`তোকে নিয়ে মহুল বনের সারেং হবো'


সীমান্তে প্রহরী দাড়ায় বন্ধনী হাতে,
রাত বিছানা ডাকে
`আয় আয় '
তবুও ফিরে আসে চেনা স্বর
'তোকে নিয়ে মহুল বনের সারেং হবো '! 


2 comments: