সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - ভাস্কর ভট্টাচার্য

সাফো এসো
ভাস্কর ভট্টাচার্য


সাফো এসো শত শতাব্দী পার থেকে
বয়ে নিয়ে তোমার চুম্বন
তোমার অনন্ত শব্দ দাসেরা
কানে কানে বলে যাক
‘ভালবাসি’।
সাফো,
এসো কলুষিত কর আমাকে,
ভেঙ্গে দাও আমার আয়ুর অহঙ্কার,
আমার যৌবনের পুতুল ঘর,
হাহাকারে ভরে যাক আমার ফোপরা বুকের খাঁচা,
উইয়ের ঢিবির মতো ভঙ্গুর অনু পরমাণু,
ঝুর ঝুর করে খসে গেলে -
দেখতে পাব, আমার দেওয়া সব প্রতিশ্রুতি,
মিথ্যে হয়ে গেছে।
আমার জন্মেরও আগে......
সাফো এসো,
এসো!


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন