সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩

অনুগল্প - অভিলাষা দাশগুপ্তা আদক

স্বপ্ন
অভিলাষা দাশগুপ্তা আদক


ন্যাশনাল এ্যথলেটস মীট । এবার হচ্ছে যুবভারতীতে। তাই ১০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার (সিঙ্গল) আর ৪০০ মিটার রিলে রেসে একটা স্থানীয় মেয়ের নাম ঘোষিত হওয়ার সাথে সাথে গোটা স্টেডিয়াম দুলে উঠছে হাততালি, জয়ধ্বনি আর খুশীর চিৎকারে। সোহনী পাল, মাত্র ১৬ বছরেই তাক লাগিয়ে দিচ্ছে তাবত ক্রীড়ামোদীর, ক্রীড়া সমালোচকদের। সোহিনীকে মিলখা সিং বা পি টি উষার আগামী দিনের উত্তরসুরী বলে অনেকেই মনে করছেন । ভিক্ট্রি স্ট্যান্ডে দাঁড়ানো মেয়েটার ঘর্মাক্ত লালচে মুখে মুর্হূমুহূ ফ্ল্যাশবাল্বের ঝলক। সাথে যুগপত জয়ধ্বনি “সোহিনী,সো-হি-নী,সোহিনীইইইইইইই”, আস্তে আস্তে আওয়াজের তীব্রতাটা কমে গেল, কে যেন গায়ে ধাক্কা দিয়ে ডাকছে, “সোহিনী,সো-নী,সোনীইইইইইইই”.., মায়ের আদরের ডাকটা বুঝতে একটু সময় লাগে সোহিনী ওরফে সোনীর, চোখ খুলতেই টিউবের চড়া আলো, ইসসস, সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষন ঘুমিয়েছে? কাঁচা ঘুমভাঙ্গা চোখে মায়ের দিকে তাকায় সোহিনী, সোমা, সোহিনীর মা আলতো হেসে বলেন,

- আর ঘুমায় না সোনী, রাতে ঘুম হবেনা যে। বাবা এসে গেছেন। ডিমের চপ বানিয়েছি আজ, খাবিতো ? তোর বাবা কখন থেকে বসে আছে তোর জন্য, আয় তাড়াতাড়ি।

বিছানার পাশে হেলান দেওয়া অ্যালুমিনিয়াম-ফাইবারের ক্রাচটা মেয়ের দিকে বাড়িয়ে ধরেন সোমা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন