সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - দেবাশীষ মজুমদার (অন্যদিন)

একান্ত ঈর্ষিত গুপ্ত কাহিনী
দেবাশীষ মজুমদার (অন্যদিন)



স্মৃতির জাবরকাটার সময় হয়েছে বলেই কি নিখুঁত
স্বাভাবিক ভালবাসাদেরও আজকাল ইয়ার্কি মনে হয়!
ভোজবাজী কিংবা নীল ফানুসে দেখি ঈর্ষিত গুপ্ত কাহিনী,
আলোকে বুভূক্ষের মতো গিলছে আঁধার, সমস্ত জীবন
বেয়ে ধীরে ধীরে ভালবাসারা হেটে চলে গ্যাছে।

খুব জানতে ইচ্ছে করে ভালবাসাকে তুমি কি চোখে দেখ,
নিজের ঠিকানা? মডার্ন ইন্টেরিওরের তিন বেড ফ্ল্যাট?
শিকারি মাছরাঙ্গা – পাকুড় গাছের উঁচু থেকে দেখতে
পাওয়া পুরুষ্টু শরীর? চূড়ান্ত আদর!
নাকি অবহেলার পেন্ডুলামে তৃপ্তির হিসেব?

অজস্র মিথ্যের পর,
আরম্ভে ছড়িয়ে বিষ এখন কাঁদো কেন অহর্নিশ!
প্রেম নেই ভাবলেই বুঝি ভীষণ অপমান লাগে?
অর্জুন গাছের অহমে পুড়েছে একা বোকা বালিহাঁস,
গনগনে আঁচ ফুরিয়ে এলে ছাই ঘেঁটে কী পাবে তুমি?

পুষ্পগন্ধ আড়ালে সড়িয়ে
পাঠ হবে সমবেত শোক প্রস্তাব। 


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন