সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - বেবী সাউ

হঠাৎ এক বৃষ্টিরাত
বেবী সাউ


(১)
এই মাত্র নিজামত শেষ হলো
চোখে চোখে খেলে গেল পরোয়ানার গোপন ইস্তাহার
ইয়ারবক্সীদের পদলেহন
আগুন ঢাললো রূপোর গেলাসে ।

অধোবদন হয়ে হাঁটু গেড়ে আছে ষোড়শী রাত
দৃষ্টিহীন পথে উল্কা ছাই হয়ে গ্যাছে কবে !

আসমান আর জমিন বোঝাতে
তখনি খুরের শব্দ
মহল্লায় ঢুকে পড়ছে নবজাতকের কান্না ।

1 comments:

  1. অধোবদন হয়ে হাঁটু গেড়ে আছে ষোড়শী রাত
    দৃষ্টিহীন পথে উল্কা ছাই হয়ে গ্যাছে কবে !

    উত্তরমুছুন