সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - শ্রীমন্ত সিকদার

দুটি কবিতা
শ্রীমন্ত সিকদার


(১)

জন্মস্থান একটাই হয়, মাতৃযোনিও একটাই ;
দুকূল ছাপিয়ে বানভাসি হলে
ভালবাসাও একটাই।
কে আমাকে ভালবাসে জানলে
কৃষ্ণ বাঁশি যখন পুরোটাই,
পূজা আর প্রেমে কোন তফাৎ না থাকলে,
দিব্যজ্ঞানও তখন একটাই...


(২)

ভুলের মাসুল তৈরি,
মস্তিস্কের ক্রোধে
যখন আমাদের দিকভ্রম হয়
তখনি পৃথিবীর হাত ধরে উঠে আসে
বোধের পরম নাড়ি,
আমরা সত্যের কাছে ঋণী হই
কেননা, সত্য কখনও দুরকম হয়না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন