সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সুমন মণ্ডল

ভুল বোঝাবুঝি
সুমন মণ্ডল


কাল

তোমার জন্য আমার ভেজাটা,
ছিলনা ততটা কাকতালীয়,
হাতে ছেঁড়া ছাতা, মনে মেঘ ছিলো।
শুকনো শরীরে আমিও।

ফেসবুকে যারা ফ্রেন্ডলিস্ট ভরে,
সবাই অপরিচিত।
তোমার আমার গোলমেলে হিসেব-
টাইমলাইন জানতো।

আজ

আমরা যেন গাড়ি বারান্দায়-
পাশাপাশি দুটো গাড়ি।
চোখে চোখ রেখে রাত কেটে যায়,
আজন্মকাল আড়ি।

অভিমান যাক গার্বেজ ব্যাগে,
হাতড়ে অতীত, হাত বাড়াও।
আমার বুকের স্পন্দন গুনে-

এসো, স্টেথোস্কোপ হয়ে যাও।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন