সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - রত্নদীপা দে ঘোষ

তৃতীয়াংশ
রত্নদীপা দে ঘোষ


এলোমেলো হাওয়া বিলি কাটে । চৌকাঠ নেই , নিপুণ কারুকলায় তৈরি ভাস্কর্য , যে চেনালো কাঠ পাথর বন্দর ছাপানো আকাশের উড়ো-কভার ...

পাতাবাহারের টব আলোর ওপর বসতেই ঝমঝম গেরস্থালী যেন আরও একটু হাঁক দিলেই ম ম করে উঠবে তোমাতে ছলকানো পাখি । দোতারার রঙ ছড়ানোর মতো সবুজ বিলাবল আর হলদে উইংসের অপরাধগুলো সরল হয়ে উঠবে একটু একটু করে ...

ঘরটির চারটে সিকি , আর কিছু নেই । মাটি-মেঘ- ফুল জ্যামিতিবক্সের ফলাফল ... বসে থাকে কম্পাস সমেত ।একান্ন টুকরো টহল ছড়িয়ে রাখে ঠোঁট থেকে হাসি ঝোলাবার ছায়া..

আমাদের লেজারে দক্ষ আঁতাত ...অকারণে পাশ ফেরা লাল পাড় ...

একা লাগার তৃতীয়াংশে ঘুমহীন দ্রিমি ফুলদানি ......

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন