সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - চৈতালী বসু

তোমারই জন্য
চৈতালী বসু



পৃথিবীর সব মাঠের শেষে একান্তে বিকেল নামে
কপালের রোদ্দুর মুছে,
বিষণ্ণতা, ক্ষণিক তোমায় পাওয়ার ৷

অরণ্যের ঘ্রাণ নিয়ে জেগে থাকা রাঙা পাখির
ডাকাডাকি অবিরত, তোমায় শুধু…

আদিগন্ত ব্যপ্ত অঘ্রাণের ধানে স্বপ্নের দোলা লাগে
শিহরণ, তোমার ছোঁয়ায়…

কালবৈশাখী ঝড়ের তান্ডবে ভেঙে চুরে সব তছনছ ।
উন্মত্ত, তুমি না এলে…

ধূসর কালো মেঘে শ্রাবণের অঝোর ধারা
আকাশও কাঁদে, তোমারই জন্য…

এসব কথা সারা পৃথিবী জানে,
তুমি জানো না?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন