সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কবিতা - চৈতালী গোস্বামী







ভ্লাদিমির এস্ত্রাগন



ভ্লাদিমির ও এস্ত্রাগন
আর এই এক চিলতে মাটি
গায়ে গা ঠেঁষে থাকি
আর সুযোগ পেলেই
গলাধাক্কা দিই

শুধু টুপি খুলি আর পড়ি
সোস্যালিস্ট টুপি,
ক্যাপিটালিস্ট টুপি
টুপির হরেক নাম
চাইনিস টুপি, ইতালীয় টুপি,
মার্কিন টুপি, সোভিয়েত টুপি,
জিহাদের টুপি, ক্রুসেডের টুপি...
কোন টুপিই মাথায় বসে না ঠিকঠাক
পড়লেই চুল খচখচ করে
টান মেরে খুলে ফেলি
আর খুললেই কাকে হাগে...

আমরা ভ্লাদিমির এস্ত্রাগন কয়েক কোটি
জুতো পড়ি, খুলে রাখি
ফিতে টেনে ধরি, ফিতে ছিঁড়ি...
নাহ্‌! ছিঁড়তে পারলাম কই!
জুতোরও হরেক দোকান দেখেছি ঘুরে
হিংসার জুতো, অহিংসার জুতো,
জুতোর শব্দে স্বৈর কুচকাওয়াজ
বাবার জুতো পড়ে ছেলে হাঁটছে
হাঁটছে না ছুটছে
আর হোঁচট খেয়ে হাঁটু ভাঙছে
টুপি পড়ছে
টুপি খুলছে
টুপি উড়ছে
ফিতে টানছে
ফিতে তুলছে
ফিতে পড়ছে হাত ও গলায়...
ভ্লাদিমির এস্ত্রাগন আমরা সবাই...
গোডো আসছে...
ঘুমোতে যাই...


ভয় 

ভয় ঘিরে হলদে নোনা দেওয়াল জুড়ে 
ভয় ঘিরে ব্যস্ত মুখে,রাস্তা-ঘাটে, 
ভয় রঙ্গে, রক্তপাতে, আঁকার খাতায় 
ভয় জুড়ে সব যন্ত্রনাতে 

মহাপৃথিবী পেরিয়ে রোজ 
ক্লান্ত তবু ক্লান্ত নই 
ছোট্ট চেনা শোবার ঘরে 
আমরা দুটি, ভয় অচেনা 
বছর জুড়ে ঘর বেঁধে রই 

বিনোদনের সব দরজায় 
ভয়ের শাসন 
অসুখ কালো মুখের ভিড় 
অসহায় রং উল্কাপাতে 
ঘর-বাড়ি সব নষ্ট-নীড় 

কপাল থেকে গাল চুঁইয়ে
ভয় নেমেছে তপ্ত বুকে 
আমায় তুমি কুড়িয়ে নেবে 
মুক্তি দেবে ভয়ের থেকে? 

ঠোঁট রাখ এই গলার ভাঁজে 
ভয় চুষে নাও উষ্ণ ঠোঁটে 
হাত রেখে এই মাথার কাছে 
বলবে হেসে, শান্তি পাও......

পৃথিবীটাকে বাইরে ঠেলে 
তোমার কাছে স্বস্তি চাই 

তোমার সাথে আকাশ-তারা 
তোমার সাথে রাত্রি-নীল 
তোমার সাথে ছুটির মেজাজ 
তোমার সাথে মনের মিল......

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন