সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কবিতা - সৈয়দ রায়হান বিন ওয়ালী










অমুল্য গোপন

কে সেই অর্বাচীন, অমুল্য গোপন যে
ধুলির প্রকাশে রাখতে ভালবাসে!
আর কেই বা জানে, সময়ের কোন সে কুহক পাঁকে
মানুষের মন খোঁজে সুখ, নেয় পিছু, ভিন্ন এক ঐন্দ্রজালিক ডাকে!

আচ্ছা; বল তো সবাই বুকে হাত রেখে
এই যে মন, কারো কি আছে, এর উপর, খুব নিয়ন্ত্রন!


জানুয়ারী ২০১৩, ২৩ শে পৌষ ১৪১৯




নিষিদ্ধ সিন্দুক
 

পরিশীলিত বাক আর কণ্ঠস্বরের তানসেনি সুর
আলাদা করে চেনায় তাকে, ভিড়ের ভেতর;

চোখ তার, আধুনিক চিত্রকলা
জটিল ইঙ্গিতের বাৎস্যায়ন;

রাঙ্গায়িত চুল, আগুনে মশাল
জ্বলছে দাউ দাউ, পোড়াতে পুরুষের বৈধ সব সুখ

কপোলের লালি, ওষ্ঠ গিরিপথ,
পাহাড়ি চোলাই যেন, উত্তেজিত করে তোলে যথা প্রান্তর;

সে এক প্রতিমা বটে !
গেঁথে থাকে মূর্তি যার পার্টির ভেতর
হৃদয়ের সূক্ষ্ম এক নিষিদ্ধ সিন্দুকে


০৬ জানুয়ারী ২০১৩ ২৩ শে পৌষ ১৪১৯
 

1 comments: