সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কবিতা - ঋতুপর্ণা সরকার




এই মুহূর্ত

চারিদিকে আজ বড় কুয়াশা!
আমার চোখ দেখতে না পেলেও
শব্দ শোনে
শব্দ নয় আসলে আর্তনাদ
অথবা কোন জান্তব চিৎকার
দেওয়ালে পিঠ থেকে যাবার আগে
হয়ত এক সোচ্চার অভিঘাত,
আমার,আমাদের বা রাষ্ট্রের!
ধর্ষণেচছা মোছে না কখনই!
আর তাই কুয়াশা কেটে গেলেও
যখন দৃশ্যমান হয় চতুর্দিক
চেয়ে দেখি মৃত্যু শুয়ে আছে
আরামে, নিশ্ছিন্তে,অবশেষ হয়ে


সময় মতই ভালবাসব।

এই সময় বড় বিচিত্র, অস্থির!
সম্পর্কের সীমা রাখেনা।
গোপন হরফকে উন্মোচিত করে অনায়াসে।
এই সময় কোনও ঘেরাটোপ মানেনা,
বুলেটের মত ছিন্নভিন্ন করে চেতনাকে!
প্রথম প্রেমের আবেশ আর আসেনা,
নেই সেই রঙ্গিন ছাতার তলায় হেঁটে যাওয়া,
ভিরু লজ্জারাও আর দেখা দেয় না।
রাতের অরণ্যের মত চুপিচুপি আসেনা আর সম্পর্ক!
চতুর্দশীর অন্ধকারে অঝোরে ভেজা আজ নিষেধ,
চোখ নিংড়ানো জলে টলমল হয়না কোনও হৃদয়
এই সব কিছু পেড়িয়ে
ঝরের রাতে উত্তাল সমুদ্রে
আমার ভাঙ্গা ডিঙি ভাসাবো
হাজার সিন্ধু পেড়িয়ে তোমার কাছে আসবোই
তোমার দুচোখের অপেক্ষার মুহূর্তগুলো গুনব বলে!



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন