সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কবিতা - উষসী কাজলী





পরিক্রমা
  
--
সব কথা তো বলা হয়ে গেছে
সব রং,ছবি ভরিয়ে তুলেছি গুলমোহর
গানের পাতায় হিজিবিজি সুর
সব সব সব
সবই তো হলো -

এলো না তো কেউ
নাড়ল না কড়া
এসে বলল না ;

এবার চল রতন বাবুর ঘাটে


      -
-
কুয়াশা, অল্প আলো।
বেরিয়ে পড়েছি.. রাস্তা হু হু হাওয়া; ফুল গাছ
নদী ধান খেত
ছাড়িয়ে ধুলা উড়িয়ে বাস ..ওভার ব্রিজ
পেরোতে পেরোতে খুব ইচ্ছে হয় অন্ধ বাউলের
পাশে বসি, বিড়ি ধরাই।

ফোন করবে না?? কতদিন কথা হয়নি !!
অপেক্ষা- নাম নাকি তৃষ্ণা-কাতরতা?
উফ একটু চা নিই ..

ট্রেন ছাড়তে এখনো মিনিট পনেরো দেরী
 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন