সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কবিতা - অনুপাম দাসশর্মা










নৈঋতকোণ লাল হচ্ছে..

নিয়ম ভাঙ্গার খাজুরাহ দশক ষাটের চমক ছিল
নতুন খাপে ফেরাচ্ছ সুর?
ভাঙ্গার শেকল গলায় বেঁধে ইতিহাসের গন্ধ শুঁকে
বাম প্রীতিকে সামনে রেখে
গেলাচ্ছ কাম উদোমপুর,
আন্দোলনের পাওনি দেখা বিবেক ঘরে
গুলি বন্দুক শাসন ফলায় হাসপাতালে
সামনে যখন ফণীমনসা বিছায় সকাল
কোন আহ্লাদ ঘাঁটতে জানায় স্রাবের কাপড়!
'অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল'
তোমরা বণিক ভাদর শ্বাবক রাজপথে
নিদেনপক্ষে ভবিষ্যত্বের হাত গুনে
বরং না হয় বোদ্ধা কবির সাজ ছাড়ো


ফিরে এসো মায়েরা


দৌড়ে চলে যাওয়া কিশোরীর পায়ে দূরন্ত রোদ্দুর
পড়ন্ত বিকেল তখন আধো আলগা করা সভ্যতা
সময় বিক্রী হবে মাংসল সুখে,
পায়ের লুকানো ঘায়ে ওড়না ঢেকে চলে দরদাম
নগদে চাপতেই হবে বাকী টাকার হুমকি দোকানীর,
পিচ্ছিল অন্য ভুবনে ওঁরা নেহাত বধ্য ছাগ
আচ্ছা, ওই দোলানো বেনুনীতে লাল ফিতের ফুটন্ত শিউলি
কেন ও খালি পায়ে ভাগ্যকে ডাকবে
গলি ছেড়ে রাজপথে কালোকাঁচে ঘেরাটোপে 
আধশোয়া সুইটি একই বয়সে নখ খুঁটবে?
ওদের মহল্লায় কেন পুলিশের মুখে খিলি পান
কেনইবা মাটি নেওয়ার হিড়িকে দেবীর ধরাস্নান
সারি বেঁধে স্কুলফেরতা মেয়েগুলো যখন গাড়িতে ওঠে
দূরে দাঁড়ান ওঁদের মেয়ে ফ্যাকাশে চোখেও হাসে
সমবয়ষ্কা বন্ধু ভেবে নিষ্পাপ ভাগ্যে
কোন ঈশ্বর নিদান দিয়েছে পৃথিবীছাড়া ভুবনের বাসিন্দা হতে হবে!
যে মেয়েটি রোজ বাসনমেজে শ্রমিকের অধিকার আদায় করে
তাঁর মায়ের জঠর যদি উঠোনে খেলা চড়াইয়ের সুখ হয়
পারো না তোমরা 'মা', জানোয়ারদের লিঙ্গে কাঠারি চালিয়ে
ফিরে আসতে সবার আলোর শ্রমিক পেশায়!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন