সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

কবিতা - মৌ দাশগুপ্তা

দোল
মৌ দাশগুপ্তা


ভরা চতুর্দশীর চাঁদ
লজ্জা রাঙ্গা মুখ খানি নিয়ে আকাশের গায়ে উঁকি দিতেই
ফিচেল তারার দল ছড়িয়ে ছিটিয়ে গেল
এদিক ওদিক।

আর শান্ত দীঘির টলটলে জল
আয়ত চোখ মেলে খুশির হাসি হেসে
দুহাত বাড়িয়ে তাকে জড়িয়ে নিলো
ঠিক বুকের মাঝখানে।

রাত্রির কালো ক্যানভাসে
দাউদাউ করে জ্বলে উঠল ঝরা পাতার গোছা
পুরো স্মৃতিকে পুড়িয়ে লেলিহান শিখায় নেচে উঠল
দেদীপ্যমান হোলিকা।

রঙ্গিন পরকীয়ায় মত্ত ওই শিমুল পলাশের রাঙ্গা মুখ
অন্ধকারের সাদা কালো ফ্রেমে ম্লান
অথচ গাঢ় কালো বর্ণীল অন্ধকার
বেহিসাবি খুশিতে বলে উঠল “রঙ দাও রঙ!”

দমকা বয়ে গেল চৈতি বাতাস
ছড়িয়ে ছিটিয়ে পড়ল শুকনো পাতার সাথে কৃষ্ণচূড়া ঝরা পাপড়ি
আকাশে বাতাসে আনমনা মোহন বাঁশির সুর
চাঁদোয়ার মত আকাশ জুড়ে পীতাভ আলোর ঝলক।

আর সেই ফাগুন সন্ধ্যায় আজকের রাইসুন্দরী
মরা চাঁদের আলোয় ঘুমহীন বিছানায়
অব্যক্ত যন্ত্রণাতেও ফ্যাকাসে প্রেমে রঙ খোঁজে আর খোঁজে..
কাল যে দোল!

জীবন তবে বর্ণময় হোক!


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন