সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

কবিতা - সৈয়দ রায়হান ওয়ালী

এক বয়োবৃদ্ধ লোক
সৈয়দ রায়হান ওয়ালী


যদি
তুমি আমি আমরা সবাই
মানবতার রজ্জু ধরি
শক্ত করে লড়াই করি, দাড়াই
তবে, আলাদা করে নিজ নিজ ধর্মের পক্ষে
দাঁড়াবার প্রয়োজন, এমনিতেই ফুরোয়;
এমনই এক লম্বা ভাষণ শেষে,
‘তুমি কি বল’ ? প্রশ্ন টি, পাশে বসা আমার হিন্দু বন্ধু কে, ছুড়ে দিতেই
‘এক্কেবারে হক কথা’ ব’লে পেছন থেকে উঠল চেঁচিয়ে এক বয়োবৃদ্ধ লোক
রাতটি ছিল ৫ই ফেব্রুয়ারী, মধ্য-প্রায়, দুই হাজার তের
আমরা দু বন্ধু আশপাশ ভুলে মেতে ছিলাম তর্কে, ধর্ম নিয়ে বাসের ভেতর;

বাতাসে তখন অহিংস যুদ্ধের দৃঢ় আভাস
অথচ পথ ঘাট, অথচ মানুষগুলোর মুখ
কেন যেন অজানা আতংকে হয়ে ছিল ভার
করছিল নীচুস্বরে ভৌতিক ফিসফাস;

তাদের আতংকের যৌক্তিকতা
টের পেল বিশ্ব সভা, ক’টা দিন পর
শ’ য়ের অধিক ঝরলো প্রান,
সভ্য একটি দেশে, নাকি বর্বর?

রাতটি ছিল ফাল্গুনের, চৌদ্দ’শ উনিশ
এক বয়োবৃদ্ধ লোক তখনো নিচু স্বরে ‘হক কথা’ ‘হক কথা’ ব’লে
বাসের ভেতর বিড়বিড় করছিল...
.......................................................

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন