প্রেম, ২০১৩
অলকেশ দত্তরায়
।১।
ব্যস, আর কিচ্ছু বলবার দরকার নেই।
তোমার ভালবাসা, আমার বার্ধক্য,
প্রজন্মের জোয়ারে নতুন সমুদ্রের বালির সেফটি নেটে
প্রস্তর কুড়াবার সময় হল।
- হে ইউ! নারী-পুরুষ-উভ-বাদী দর্শক, এবার অবগুন্ঠন খোলো, প্লিজ –
।২।
থ্যাঙ্ক ইউ !
এখন প্রেমের কবিতা লেখার সব উপকরণ আমার হস্তসম্মুখে।
নতমস্তকের নারী
অম্লান ধর্ষণকারী পুরুষ
বীরপুঙ্গবদের পশ্চাতদেশ
রুদ্ধদ্বার দৈহিক মিলনের ডিসপ্লে
অনাবিল সৌন্দর্য নিয়ে প্রতীক্ষার ছেনালি শব্দগুচ্ছ ইত্যাদি ইত্যাদি ...
যেহেতু কারফিউ ঘোষীত নগরীর নটী অভিসারে এখনও চলছেন / চলবেন
সুতরাং অবদমিত-সহানুভুতিশীল-গরিমায়
ইউ আর মাই ড্রিমম ওয়েকাপম।
।১।
ব্যস, আর কিচ্ছু বলবার দরকার নেই।
তোমার ভালবাসা, আমার বার্ধক্য,
প্রজন্মের জোয়ারে নতুন সমুদ্রের বালির সেফটি নেটে
প্রস্তর কুড়াবার সময় হল।
- হে ইউ! নারী-পুরুষ-উভ-বাদী দর্শক, এবার অবগুন্ঠন খোলো, প্লিজ –
।২।
থ্যাঙ্ক ইউ !
এখন প্রেমের কবিতা লেখার সব উপকরণ আমার হস্তসম্মুখে।
নতমস্তকের নারী
অম্লান ধর্ষণকারী পুরুষ
বীরপুঙ্গবদের পশ্চাতদেশ
রুদ্ধদ্বার দৈহিক মিলনের ডিসপ্লে
অনাবিল সৌন্দর্য নিয়ে প্রতীক্ষার ছেনালি শব্দগুচ্ছ ইত্যাদি ইত্যাদি ...
যেহেতু কারফিউ ঘোষীত নগরীর নটী অভিসারে এখনও চলছেন / চলবেন
সুতরাং অবদমিত-সহানুভুতিশীল-গরিমায়
ইউ আর মাই ড্রিমম ওয়েকাপম।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন