আমার চৈত্র
আজম মাহমুদ
এমন ঘটা করে কি প্রয়োজন ছিলো চৈত্রকে সর্বনাশ
মাস হিসেবে গুনবার?
আমার তো চৈত্র কেন- কোন মাসেই
আসেনা সর্বনাশ, সর্বনাশেও ভাগ্য লাগে!
আবার আমার সর্বনাশ যেন সারা বছর-
ফলে চৈত্রকে কেমন করে সর্বনাশের মাস বলি?
বরং বোশেখের চেয়ে চৈত্রই ঢের ভালো
হারিয়ে ফেলে- সরব কান্নার একটা রাত্রি মেলে।
চৈত্র আমার সর্বনাশ করেনা স্বতন্ত্র ভাবে-
বরং সব চৈত্রের যোগফল আমার প্রাপ্তিতে
যোগ হয়ে উঠে কালে কালে- যুগে যুগে।
চৈতি হাওয়া গায়ে লাগে, মনে সেই
মাঘের শীতলতা,
এভাবেই আজও সর্বনাশর চৈত্র নিরবেই
কেটে যায় আমার।
আজম মাহমুদ
এমন ঘটা করে কি প্রয়োজন ছিলো চৈত্রকে সর্বনাশ
মাস হিসেবে গুনবার?
আমার তো চৈত্র কেন- কোন মাসেই
আসেনা সর্বনাশ, সর্বনাশেও ভাগ্য লাগে!
আবার আমার সর্বনাশ যেন সারা বছর-
ফলে চৈত্রকে কেমন করে সর্বনাশের মাস বলি?
বরং বোশেখের চেয়ে চৈত্রই ঢের ভালো
হারিয়ে ফেলে- সরব কান্নার একটা রাত্রি মেলে।
চৈত্র আমার সর্বনাশ করেনা স্বতন্ত্র ভাবে-
বরং সব চৈত্রের যোগফল আমার প্রাপ্তিতে
যোগ হয়ে উঠে কালে কালে- যুগে যুগে।
চৈতি হাওয়া গায়ে লাগে, মনে সেই
মাঘের শীতলতা,
এভাবেই আজও সর্বনাশর চৈত্র নিরবেই
কেটে যায় আমার।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন