সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

কবিতা - কচি রেজা

ঢাকা, এই ফাগুনে
কচি রেজা


ঢাকা,আগুন,আগুন, আগুনে বাস পোড়ে, আমি কোথাও যেতে পারি না
ঢাকা, হরতাল,হরতাল, হরতালে স্কুল বন্ধ, আমি পরীক্ষা দিতে পারি না
ঢাকা, জেলখানা, মানুষের সাথে জিম্মি জল ও বাতাস
পৃথিবীর সেরা শহর ছেড়ে, ঢাকা, তুমি সেরা শহর আমার কাছে
আমি সেরা শহরে এসেছি,
শ্রেষ্ঠ গোলাপের ঘ্রাণ তোমার গায়ে, শ্রেষ্ঠ ফাগুন তুমি, এমন কোথাও শুঁকি নি
অনিমেষ চোখের আকাশ তোমার , কোথাও এমন দেখি নি
এ- মাটিতে আমার মা মিশে আছে,মিশে থেকে জন্মাবো আমিও,
মা,মায়ের মেয়ে আর প্রেমিকা হব আবার
ঢাকা, তোমার ঘন অলিগলি, ধূলো, ফেরিওয়ালা চটপটি,বাখরখানি ভালবাসি
পথে যেতে যেতে মানুষের পায়ের চাপে নিজের পা থেতঁলে গেলেও
আমি তোমাকে, তোমার রাস্তা ভালবাসি
ভালোবাসি সারাদেশ থেকে এই শহরে ছুটে আসা অগনিত মানুষ যারা
গারমেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা,চাকুরি প্রত্যাশী উদভ্রান্ত তরুণ
ঢাকা,সব ভালবাসা আমার তুমি আর আমার ঢাকা শহরের কবিদের…


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন