বসন্ত-বিলাস
অরিন্দম চন্দ্র
(১)
নোনা ধরা দেওয়ালে এক কোণে একা স্বামীজি;
তেলচিটে বিছানা গরম হয় পৃথুলা কামনায়-
হুক থেকে বিগত পিতার মুখে হাসি ঝরে।
(২)
মশার পাল পড়ন্ত বিকালে ঘুরপাক খায়;
বিড়ির গন্ধ গোল হয়ে ঘিরে ধরে-
তাসের পাত্তি আবছায়া হয়ে আসে।
(৩)
হপ্তার পেমেন্ট পেয়ে মেয়ের জন্য পিচকারি কিনে
লোকটা বিলাতি মদের দোকানে ঢোকে-
বুঝি, বসন্ত এসেছে...
(১)
নোনা ধরা দেওয়ালে এক কোণে একা স্বামীজি;
তেলচিটে বিছানা গরম হয় পৃথুলা কামনায়-
হুক থেকে বিগত পিতার মুখে হাসি ঝরে।
(২)
মশার পাল পড়ন্ত বিকালে ঘুরপাক খায়;
বিড়ির গন্ধ গোল হয়ে ঘিরে ধরে-
তাসের পাত্তি আবছায়া হয়ে আসে।
(৩)
হপ্তার পেমেন্ট পেয়ে মেয়ের জন্য পিচকারি কিনে
লোকটা বিলাতি মদের দোকানে ঢোকে-
বুঝি, বসন্ত এসেছে...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন