বসন্ত ২০১৩
রুদ্রশংকর
প্রজন্ম চত্ত্বরের আড়াল থেকে উড়ে গেল
প্রেসক্রিপশানের অনেক অপচয়
এ’ ছাড়া অপচয় বলতে তেমন কিছু
আমার ও মারুফার মধ্যে আসেনি কখনো
#
এখন এ’রকমই হয় আমাদের …
ট্যান্টালাস নাবিকের সাথে মোমবাতি জ্বালিনোর মেলায়
শাহবাগে হাত চেপে ধরে বসন্তকাল …
বকিটা ঈশ্বরের মতোই কাল্পনিক ।
প্রজন্ম চত্ত্বরের আড়াল থেকে উড়ে গেল
প্রেসক্রিপশানের অনেক অপচয়
এ’ ছাড়া অপচয় বলতে তেমন কিছু
আমার ও মারুফার মধ্যে আসেনি কখনো
#
এখন এ’রকমই হয় আমাদের …
ট্যান্টালাস নাবিকের সাথে মোমবাতি জ্বালিনোর মেলায়
শাহবাগে হাত চেপে ধরে বসন্তকাল …
বকিটা ঈশ্বরের মতোই কাল্পনিক ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন