সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - শ্রীশুভ্র

মাধবীলতা রঙে!


খোয়াবসিন্ধুর জলে তিনটে
মাছরাঙা সংবিধান লিখছিল
যখন, ঠিক তখনই
আমাদের চৌকাঠে ফরমান জারি হয়ে গেল সরকারী
বদান্যতায়!
তাল গাছের মতো নয়!
ভাবতে হবে মাধবীলতার
মতো চলনে!
গনতন্ত্রের জয়ঢাকে চাঁটি মারা যাবে তবে
তাল মেলানো তালে!
অন্যথায় আইনী ছোবল!

খোয়াবসিন্ধুর জলে এ সংবাদ পৌঁছালে
তৎক্ষনাৎ-
মাছরাঙা রঙ কালো করে
ওরা তিনটে মমি পেয়ে গেল! যদিও বিরোধী পক্ষ অনেক বোঝালো!
তবু সুখের থেকে বড়ো শান্তি নাই জেনে
আমাদের হৃদয়-
বিপ্লবের পতাকায়
হাত মুছে নিয়ে!
নিয়ত চর্বিত চর্বন!

তর্পনের জলে আকণ্ঠ
বিষে নীলকণ্ঠ হওয়ার
লাইনে প্রচুর ভিড়!
মাল্টিপ্লেক্সের নীল নির্জন
হাওয়ায় ভিড়ের আমি ভিড়ের তুমি; -- ভিড়ে থেকে দাও চেনা!
মাধবীলতা রঙে!


ঢেউ!


আমাদের হৃদয়সন্ধির বয়স্ক
উঠানে;
সময়েরর ঢেউ এসে-
একে একে
নিয়ে চলে গেছে অনেক
অনুপম ঘ্রাণের গোলাপী পালক!
আকাশনীল সমুদ্রের
পক্ষীরাজ ঢেউগুলো
একদিন শরীরের বিন্দু বিন্দু
জলে রাত্রি ভরে সঞ্চয়
করেছে উত্তাপ!
উন্মুক্ত আকাঙ্খার
সবুজ স্বপ্নমাখা প্রাঙ্গনে
যুথবদ্ধ লোক-লজ্জার
সাথে লড়েছে!
সহজ ভঙ্গিতে উষ্ণ প্রস্রবণে
মিলনবিন্দু এঁকেছে!
জীবনের জয়োল্লাসে মেতেছে
রিপুর চৌকাঠ পেড়োনো
নিছক ভালোবাসায়!

আজ সন্ধ্যা-প্রদীপ জ্বেলে
আমাদের আরতি!
আজ স্মৃতির সঞ্চিত উত্তাপে
নস্টালজিক: দু-জনার
শিথিল পাকসাট!
গড়ানোর পৃথিবীর তীব্র
দহনে সূর্য্যস্নাত প্রতিটি ভোরে-
আমাদের রাত্রির গল্প
কিংবদন্তী হবে একদিন!
আকাশনীল সমুদ্রের ঢেউয়ে!

1 comments: