সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - ঊষসী ভট্টাচার্য

বার্তা


তোমার টেলিগ্রাম পেলাম কাল ভোরে,
আজ বছর কুড়ি দূরে গেছ সরে,
নিয়ন কাশ ফুল ছোঁয়ায় আর আসোনি,
প্রথম বর্ষায় অঝর ধারায় আর তো ভেজোনি,
"যাবে যাবে,কুড়োবে ফুল",চলে গিয়ে আর,
সেই স্মৃতির ডাকে;ডাকোনি আমাকে,

তবু অবেলার অসময় হঠাৎ টেলিগ্রাম,
চিঠির গন্ধ নেই,কিন্তু চেনা সেই নাম,
ছোট বাক্যে সেই চেনা শব্দবন্ধ ,
তোমার জবানবন্দী, আর সোঁদা মনের গন্ধ,...
"দূরে আছি,কাছে রাখি, ভালবাসি কি?
দীর্ঘ দূরত্বে তবু ভুলে থাকিনি,
ভালো আছি,ভালো থেকো, ভালো থাকা যায়,
জীবন সমুদ্র নয়, বেঁচে থাকা জীবনেরই দায়" !


রজনী গন্ধা


পাঁচিলে বসা কাক; ঘুম ভাঙায় রোজ
ঘুম ভাঙ্গা ভোরে,
অলস সূর্য হাই হাই তুলতে তুলতে আলো ছড়ায়,
আর আমার জানলায় সূর্যদয়,
কবিতার খাতা রোজের আকিবুকিতে ভরা, বিক্ষিপ্ত।
ঠিক যেমন আমাদের মেলামেশা,
এক ঘে জীবনে খানিকটা রোদের ছোঁয়া,
আর অনেকটা ঘুম থেকে না ওঠার বাহানা,
তবু,দিন যেমন চলে,
তেমনি চলি তুমি আমি ...

দিন ,দিন কাটিয়ে রাতে ফেরে ,
তেমনি তোমার আমার ঘরে ফেরার তাড়া,
রোজের রোজনামচা একি থাকে,
একি থাকে চলার পথ ও পথিক,
তবু...
আলো,সে যে চোখে দেখার ভুল,
স্বপ্ন শুধু মোবাইল ইনবক্সে,
আর বাস্তবতা ধুলোয় গড়াগড়ি খায়,
আর ধুলোয় পরশপাথর খুঁজতে থাকি আমি,তুমি...

রাতের ছায়ায় চাঁদের কাজল আমি চোখে টানি,
যার কলঙ্ক দাগ ফেলে তোমার বুকে...
তবু, দিনের ছি ছি রব হাওয়ায় মিলিয়ে যায়,
রোজের পথ চলি আমরা...
যার সুত্রপাতের গল্প অন্ধকারে চাপা থাকে,
বাকি তো সব ঐতিহাসিক সত্য ।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন