কিছু কথা অস্ফুট অস্ফুট
আয় না আমায়
আয়নাটিতে,
.................আকাশ দিল ডাক!
বাতাস এতো!
ইতস্তত
.................তবুও নদীর বাঁক!
কবোষ্ণ ওই
হাতটি নেবো
...................রাখবো সযতন!
ইচ্ছেদানা,
মন মানেনা,
...................কোথায় আলিঙ্গন!
চোখ বায় এই
নদী কেন!
................ওরে আমার মন!
ফেলে এসেছিস্ কারে
ও তুই
...............কোন সে আপনজন?
ও নাকছাবি!
ছিল যে দাবী?
...................আমায় ভালবেসো...
তারায় তারায়
রাখলেম প্রেম,
..................আর জনমে এসো!
মন্ত্র-উচ্চারণ
আমার ঠোঁট কাঁপে না
মুখ খোলে না
সশব্দ চোখে দেখি তোমায়...
আর আমার কবিতা ফোটে
আগুনে আগুনে
ধিকি ধিকি
টগবগে সাদা উড়ন্ত খই..
কবিতা!!
কবিতা,
আমার মন্ত্র-উচ্চারণ
আমার সাত পাক
আমার নিজেকে সম্প্রদান
আমার নিজের অভিষেক
কবিতা আমার বাসর
আমার রাতজাগা তোমায় নিয়ে
আমার রাতভোর আদর
সবই কবিতা!!
আমার মৃদু কথা কবিতায়
আমার দৃঢ় প্রতিজ্ঞাভাষ কবিতায়
আমার অসহায় অসহায়
সব সব আকুলতা
সবই ঝরে কবিতায়
আমার অতীত ছেঁড়ে কবিতা
বনেদী সব শিকল ভাঙে কবিতা
ভবিষ্যতের কোরক ফোটে কবিতায়!
সমৃদ্ধ উত্তাপে
তোমাকে জড়িয়ে নি কেমন কবিতার লেপে
এই শীতের রাতে কবিতার ওমে
কবিতায় কবিতায় কেঁপে
নিবিড় কি নিবিড় সেই রতি ও আরতি...
ধারাবতী!!
আয় না আমায়
আয়নাটিতে,
.................আকাশ দিল ডাক!
বাতাস এতো!
ইতস্তত
.................তবুও নদীর বাঁক!
কবোষ্ণ ওই
হাতটি নেবো
...................রাখবো সযতন!
ইচ্ছেদানা,
মন মানেনা,
...................কোথায় আলিঙ্গন!
চোখ বায় এই
নদী কেন!
................ওরে আমার মন!
ফেলে এসেছিস্ কারে
ও তুই
...............কোন সে আপনজন?
ও নাকছাবি!
ছিল যে দাবী?
...................আমায় ভালবেসো...
তারায় তারায়
রাখলেম প্রেম,
..................আর জনমে এসো!
মন্ত্র-উচ্চারণ
আমার ঠোঁট কাঁপে না
মুখ খোলে না
সশব্দ চোখে দেখি তোমায়...
আর আমার কবিতা ফোটে
আগুনে আগুনে
ধিকি ধিকি
টগবগে সাদা উড়ন্ত খই..
কবিতা!!
কবিতা,
আমার মন্ত্র-উচ্চারণ
আমার সাত পাক
আমার নিজেকে সম্প্রদান
আমার নিজের অভিষেক
কবিতা আমার বাসর
আমার রাতজাগা তোমায় নিয়ে
আমার রাতভোর আদর
সবই কবিতা!!
আমার মৃদু কথা কবিতায়
আমার দৃঢ় প্রতিজ্ঞাভাষ কবিতায়
আমার অসহায় অসহায়
সব সব আকুলতা
সবই ঝরে কবিতায়
আমার অতীত ছেঁড়ে কবিতা
বনেদী সব শিকল ভাঙে কবিতা
ভবিষ্যতের কোরক ফোটে কবিতায়!
সমৃদ্ধ উত্তাপে
তোমাকে জড়িয়ে নি কেমন কবিতার লেপে
এই শীতের রাতে কবিতার ওমে
কবিতায় কবিতায় কেঁপে
নিবিড় কি নিবিড় সেই রতি ও আরতি...
ধারাবতী!!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন