সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - দেবাযুধ চট্টোপাধ্যায়

আসলে তোমার মধ্যে


সলে তোমার মধ্যে অন্ধকার নদী বহমান
আরো আরো আরো আরো আরো দু'মিনিট
কথা বলতে ইচ্ছে করে
ভাবি বলব পোড়াও আমায়
আসলে তুমিও সেই জল আগুনের সহবাসে
পুড়েছ নিজের মত,ভেসে গেছ নিজের ধারায়

গতজন্মে পাখি ছিলে ?বারান্দা তোমাকে এত ডাকে ?

আসলে তোমার মধ্যে আজন্ম কিশোরী আছে তাই
তুমি হাসলে আলো ঝরে, তুমি কাঁদলে বৃষ্টি নামে আর

তোমার বিষাদে মহাপ্রলয় এ বিশ্বকে চাতক করে রাখে ....।।



নেশাগ্রস্ত অথবা প্রেমিক


এমন কি গ্রীষ্মও যাকে বিবস্ত্র করতে ভয় পায়
যার গা বেয়ে স্বেদবিন্দু ঝরে পড়ে না তরল মুক্তের মত
যার আকাশ হাজার গর্জনেও ঝরাতে শেখেনি এক আঁজলা জল

তোমার দু চোখে চোখ রাখলে তাকে নেশাগ্রস্ত মনে হয়

এ আমার প্রেম নাকি মৃত্যুর অশনি সংকেত ?




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন