শুন্যতা
আলো হও.....তুমি আলো হও আবার..
দুরতম তারার আলীঙ্গন ছেড়ে দাঁড়াবার
সময় এখন ; মন বুঝেছিলো বহুকাল
তোমার মেঘাচ্ছন্ন আড়াল, বেড়াজাল
রাতের আদরে। মহাজাগতিক শুন্যতা
ছায়াপথ জুড়ে, জোৎস্না খোঁজে নিরবতা;
ফাগুনে আগুন লাগে, আগুন চিতায়...
কোথায় লুকোবে বলো ? চোখের পাতায়
আকাশ জেগে থাকে ; মহাকাল খুঁজেছে
আলো,আলো হও..আঁধারে জীবন ধুক্ছে।
ক্যানভাস
ভাঁজে ভাঁজে কুয়াশারা বিনিময় করে স্পর্ধা...
টাটকা তাজা ভাবনার টান উপন্যাসে;
বীভৎস যুক্তির গল্পলেখা আমার অস্তিত্ব....।
কিনারা খুজেছি ডুব দিয়ে দিঘিতে
নীল জোৎস্না মাখানো নির্জনতায়,
বুকের মাংসে তবুও অমরত্ব
হাইওয়ের বিদ্রোহপ্রবণ পূর্ণিমা...
নিকোটিন যে ঘুম ভাঙে শিরায় শিরায়;
ছন্দের ভিড়ে ব্রেক....!
চোখ বুজে মুহুর্ত নির্ভর উপত্যকায়,
ঝিম ঝিম ইশারাতে ইষ্টার্ন বাইপাস
আর ক্যানভাস উদাস বিকেল....,
আলো হও.....তুমি আলো হও আবার..
দুরতম তারার আলীঙ্গন ছেড়ে দাঁড়াবার
সময় এখন ; মন বুঝেছিলো বহুকাল
তোমার মেঘাচ্ছন্ন আড়াল, বেড়াজাল
রাতের আদরে। মহাজাগতিক শুন্যতা
ছায়াপথ জুড়ে, জোৎস্না খোঁজে নিরবতা;
ফাগুনে আগুন লাগে, আগুন চিতায়...
কোথায় লুকোবে বলো ? চোখের পাতায়
আকাশ জেগে থাকে ; মহাকাল খুঁজেছে
আলো,আলো হও..আঁধারে জীবন ধুক্ছে।
ক্যানভাস
ভাঁজে ভাঁজে কুয়াশারা বিনিময় করে স্পর্ধা...
টাটকা তাজা ভাবনার টান উপন্যাসে;
বীভৎস যুক্তির গল্পলেখা আমার অস্তিত্ব....।
কিনারা খুজেছি ডুব দিয়ে দিঘিতে
নীল জোৎস্না মাখানো নির্জনতায়,
বুকের মাংসে তবুও অমরত্ব
হাইওয়ের বিদ্রোহপ্রবণ পূর্ণিমা...
নিকোটিন যে ঘুম ভাঙে শিরায় শিরায়;
ছন্দের ভিড়ে ব্রেক....!
চোখ বুজে মুহুর্ত নির্ভর উপত্যকায়,
ঝিম ঝিম ইশারাতে ইষ্টার্ন বাইপাস
আর ক্যানভাস উদাস বিকেল....,
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন