যুগপৎ অন্ধকারে হ্যারিকেনের আলো
যুগপৎ অন্ধকারের ভেতর মাইল মাইল হেটে যায়
অনুজ্জ্বল আলোর উৎস হাতে । শীতের
সাথে আলিঙ্গন করে অন্ধকার ছম ছমা ছম ছম।
এক পাশে খাড়া পাহাড় আরেক পাশে গভীর খাদ;
পাহাড় ভেঙ্গে পড়তে পারে, আলোর উৎস ও গড়িয়ে
পড়তে পারে খাদে, গভীর খাদে। উদয়ন ভ্যালিতে
পা চলছে টলমল। কত'শ শীতযুগ জমে আছে
মনে। আলোটা ধপধপ করে জ্বলে ওঠে, এইতো
আরেকটা নতুন যুগ পাবে। সবই ইনফ্রারেড মোড়ানো
সবটুকু শপথ মাথায় নিয়ে মাইল ফলকে একদিন
পাহাড় হবে, পাহাড়ের পাশেই গভীর খাদ, খোদাই
করা হবে আগামী দিনের স্বপ্নচুড়া। যুগপৎ অন্ধকারে
আলোটা মাইল মাইল বিস্তৃত করে জাগিয়ে দেয়
অজানাকে তার শুভাগমন বার্তা। এই তো ঠিকানা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন