সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - রেজা রহমান

এখনই সময়


আমাকে ভেজাও বৃষ্টি ভেজাতে পারো কত কী যে
শুধু কি বাইরে ভিজি ভেতরেও যাই বুঝি ভিজে
সুখদুঃখদ্রোহ ভেজে সবুজ সতেজ হয়ে ওঠে
মগজের কোষে কোষে শিউলি বকুল কেয়া ফোটে।

কাগজের নৌকোটা এই ভাসে এই ডোবে জলে
নৌকোডুবিটা তুমি দেখবে যে দেখাটা তো হলে!
এত জল চারদিকে বুকে তবু জলেরই যে টান
এভাবে ক’দিন বাঁচে অচিন সে পাখিটার প্রাণ !

সাত সমুদ্র তের নদী পারে আজও কালস্রোতে
এই ডুবে যাই আমি এই ভেসে উঠি কোনো মতে
শুধু কি ভেজাও বৃষ্টি ধুয়ে মুছে নাও কত কীযে
জলটা কি মুছে নেবে মুছে নিতে পারিনে যে নিজে!

পথে জল ঘরে জল চোখেও কি একই সেই জল
অচলা তুমি কি তবে আমার মতনই চঞ্চল
সেই কবে বসেছিলো ভেঙে গেছে ফুলপাখিমেলা
কাজ ভুলে কাল ভেবে তুমিও কি পার করো বেলা!

রাত্রি নামেই শেষে সেও শেষে শেষ হয়ই হয়
কিছু কি বলার ছিলো যদি থাকে এখনই সময়।



পড়শি


দূরে কোথাও যাবো বলে বেরিয়েছিলাম
পেরিয়ে এসেছি অনেকটা পথ
ক্লান্ত।

এগোতে ইচ্ছে করেনা আর
এবার ফিরতে চাই—
তোমার কাছে।
না-হয় বিকেলই হলো
অথবা বিকেল-সন্ধ্যের সন্ধিক্ষণ
ফুরোয়নি এখনো সবটুকু আলো
এখনো নামেনি গাঢ় অন্ধকার
তাহলে কে মুছে দিলে ফেরার পথ?

আর কিছুক্ষনমাত্র
আকাশে নক্ষত্রমেলা আরশিনগর
তোমার কাছেই ফিরি আমি
তুমি বাড়ি আছো তো পড়শি!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন