সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - ইন্দ্রনীল তেওয়ারী

মিলনের পরে


তারপর পৃথিবীর সব রাত
ছড়াবে রজনীগন্ধার সৌরভ।
ভোর হয়ে ঘুমবে শিশিরে ভেজানো
সমস্ত আকাশ।
আমি শুধু ভালোবাসাটুকু
শিরোনাম করে নিয়ে,
উদ্দেশ্যবিহীন পথে পথে
নক্ষত্রের বীজ পুঁতে যাবো অনন্তকাল।


পোয়াতি কবিতা


হাজার শ্মশান জ্বলে ভেতরে আমার।
দুটি চোখে শুধু ধুধু হাহাকার।
লাগে রং, জাগে ঢং,মরনের বসতি।
শ্রীমতী কবিতারা হবে সব পোয়াতি।


মন দিয়েছি এখন শুধু যৌনতায়।
চাদর ঢেকে,আদর খুলে, ঢালছি কবিতায়।
রক্ত এখন শক্ত হাতে ধরেছে হাল।
বাচাল দেহ ভাবছে ,এবার করবে কামাল।


হৃদয় জুড়ে বইছে শুধু ঝড়ের বাতাস।
মনন জুড়ে পুড়ছে ধুধু শ্মশান অবকাশ।
তবু মন দিয়েছি যৌনতায়,মন দিয়েছি প্রভু।
মরন হবে!হোক না,কবিতারা মা হবে তবু।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন