সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - শান্তনু মৈত্র

ইচ্ছে

আমার ফ্রাঙ্কেন্সটাইন চুরমার করে দিচ্ছে নিষিদ্ধ প্রোটোকল !!!
আচমকা মাঝরাতে ... জেগে উঠেছে আমার ল্যাপটপ
চিনিয়ে দিচ্ছে অ্যান্ড্রোমিডার সুপ্ত গতিপথ ... ছায়া হয়ে ফিরে আসা আলোর ভাষা

দুমুঠো ইমন হয়ে জমেছে আমার গলার কাছে ।।

বিকেল ছুঁয়ে নেমে আসা সন্ধ্যের নিস্তব্ধতা ভেঙ্গেছে কিছু অচেনা শব্দ !!
পাশবিকতার বীভৎসতায় তাচ্ছিল্ল্য মিশিয়ে দিয়ে যায়
এপাড়া সে পাড়া থেকে ভসে আসা বিদ্রুপের ভিড় ,
নিশ্চুপ ... তবু মুচড়ে ওঠে কান্না ... যন্ত্রণার আতিশয্যে ।।

সুখ গুলো সিমপ্যাথি হয়ে বিকিয়ে যায় বাজারে ,
অক্লেশে হারিয়ে যেতে থাকে একলা থাকার শব্দ !!

নির্বান্ধব কিছু জীবন একলা ঘুরতে থাকে আলোর বৃত্তে ......



হয়তো তুমি হারিয়ে যাবে ...


ফিরে এসেছিলে একটা অসম্ভব সত্যের আড়ালে
একটা ক্ষণস্থায়ী স্মৃতি ... কিছুটা অযাচিত দ্বিধাবোধ
তবুও তোমার হাতে রেখেছি আশ্বাসের হাত
ফিরিয়ে দিয়েছি সুখ-দুঃখের হিসেবনিকেশ

এক আকাশ বিষণ্ণতার মাঝে
তোমাকে দিয়েছি একমুঠো খুশি ...
তারপর অঝোর শ্রাবণে ভিজেছি বোধশূন্যতায়
বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে বেঁচে থাকতে থাকতে
অজান্তেই হারিয়ে যাচ্ছি জনান্তিকে ...
একটা মায়াবী অরণ্যের গভীরতায়,বারবার ...

হয়তো তুমি হারিয়ে যাবে ... আজ নয়তো কাল
ফেরারি সময়ের ক্যানভাস এভাবেই এঁকে রাখে
একগুচ্ছ নাম না জানা হারিয়ে যাওয়ার ইতিবৃত্ত ...
আমার মননে বাঁচুক একটা দুপুরের নিস্তব্ধতা
দুচোখের নিঃসীমতায় বাড়তে থাকুক ... চাহিদার অলস ভিড়
শরীরী উষ্ণতায় থেমে থাক ...
একটা আলতো চুম্বন

হয়তো আজ হারিয়ে যাবে ... আমার চোখে এঁকে দাও
শেষবার হারিয়ে যাওয়ার জাগতিক স্মৃতিচিহ্ন
সারা পৃথিবী জানুক ...
একটা অলিখিত ভালোবাসার গল্প ।।




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন