সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - সৈকত ঘোষ

ইশতাহারে বলা নেই


সমস্ত যন্ত্রনা পাশাপাশি এসে বসুক, শান্ত হোক
দু'হাতে কুড়িয়ে নিয়ে সম্পুর্ন সেঁচাই
কোন এক গহিন খাদের ভেতর
জোনাকী, সামান্য আলো...
.
ইশতাহারে বলা নেই
কেন সময় গর্ভবতী হয়
থাক, বলতে হবেনা-

আমি জানি।
.
অষ্টাদশীর চাঁদ কপাল ফাটিয়ে
অমনি হাজির হবে
চুড়ান্ত নৈঃশব্দের ভেতর, পুরুষ চোখে
সেদিন কিন্তু না জানিয়ে রাখব কলিংবেলে হাত।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন