সম্পাদকের কলম থেকে
আবার বেরোল আপনাদের প্রিয় ব্লগজিন ‘সৌকর্য’।
সুনীল গাঙ্গুলী রবীন্দ্রোত্তর যুগে বাংলা সাহিত্যে একটি প্রবাদ-প্রতিম নাম। নবমীর ভোরে তিনি একটি অসমাপ্ত বিজয়া সেরে চলে গিয়েছেন।যা আর কোনদিন ‘আসছে বছর আবার হবে’ না। আমরা এবার তাঁর চলে যাওয়াকে (যদিও আমরা মনে করি, তিনি আমাদের সাথেই আছেন) স্মরণে রেখে ব্লগজিনের একটি অংশ তাঁর নামে উৎসর্গ করেছি। এই সংখ্যাকে আমরা সাজিয়েছি আগেরবারের চেয়ে আরও একটু চিত্তাকর্ষক করে। এবার আছে গল্প, রম্যরচনা, প্রবন্ধ ও বেশ কিছু কবির কবিতা।
এই সংখ্যাটি যেহেতু একটি বিশেষ সংখ্যা, তাই আমরা আমাদের ব্লগজিনের যে মূল উদ্দেশ্য, অপরিচিত অথচ শক্তিমান কোন একজন কবিকে বিশেষ ভাবে তুলে ধরা, সেটি এইবার করিনি। সাধারণ সংখ্যাতে আমরা তাই পালন করব। তবে, আমরা, এবার বহু নতুন কবির ও সাহিত্যিকের লেখাকে অগ্রাধিকার দিয়েছি, প্রতিষ্ঠিতদের পরিবর্তে। আমরা আশা রাখি, প্রত্যেকের লেখাই আপনাদের ভালো লাগবে।
এইবার, আমরা পত্রিকাটিকে দুটি বিভাগে সাজিয়েছি, একটি সুনীলবাবুর উপর, সুনীল গাঙ্গুলীকে শ্রদ্ধা জানিয়ে, অপরটি অন্যান্য, যেখানে স্থান পেয়েছে, নবীন কবি ও লেখকদের লেখা। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, নির্ভুল ভাবে ব্লগজিনটিকে উপস্থাপন করতে, তা সত্তেও ভুল-ভ্রান্তি থেকে যেতেই পারে, সেটুকু নিজগুণে মার্জণীয়।
প্রতি পাঠক-পাঠিকাকে আমাদের পক্ষ থেকে অনুরোধ, তাঁরা নিজেরা পড়ুন ও সাহিত্যপ্রেমী মানুষকে পড়ান, প্রত্যেকের মূল্যবান মতামত আমাদের কাছে শিরোধার্য, কারণ আমরা মনে করি, প্রকাশ হবার পর , ব্লগজিনের অধিকার তাঁদের, তাঁরা প্রত্যেকেই আমাদের কাছে সম্মানীয়।
সৌকর্য সকলের কাছে অপরিহার্য হয়ে উঠুক।
আবার বেরোল আপনাদের প্রিয় ব্লগজিন ‘সৌকর্য’।
সুনীল গাঙ্গুলী রবীন্দ্রোত্তর যুগে বাংলা সাহিত্যে একটি প্রবাদ-প্রতিম নাম। নবমীর ভোরে তিনি একটি অসমাপ্ত বিজয়া সেরে চলে গিয়েছেন।যা আর কোনদিন ‘আসছে বছর আবার হবে’ না। আমরা এবার তাঁর চলে যাওয়াকে (যদিও আমরা মনে করি, তিনি আমাদের সাথেই আছেন) স্মরণে রেখে ব্লগজিনের একটি অংশ তাঁর নামে উৎসর্গ করেছি। এই সংখ্যাকে আমরা সাজিয়েছি আগেরবারের চেয়ে আরও একটু চিত্তাকর্ষক করে। এবার আছে গল্প, রম্যরচনা, প্রবন্ধ ও বেশ কিছু কবির কবিতা।
এই সংখ্যাটি যেহেতু একটি বিশেষ সংখ্যা, তাই আমরা আমাদের ব্লগজিনের যে মূল উদ্দেশ্য, অপরিচিত অথচ শক্তিমান কোন একজন কবিকে বিশেষ ভাবে তুলে ধরা, সেটি এইবার করিনি। সাধারণ সংখ্যাতে আমরা তাই পালন করব। তবে, আমরা, এবার বহু নতুন কবির ও সাহিত্যিকের লেখাকে অগ্রাধিকার দিয়েছি, প্রতিষ্ঠিতদের পরিবর্তে। আমরা আশা রাখি, প্রত্যেকের লেখাই আপনাদের ভালো লাগবে।
এইবার, আমরা পত্রিকাটিকে দুটি বিভাগে সাজিয়েছি, একটি সুনীলবাবুর উপর, সুনীল গাঙ্গুলীকে শ্রদ্ধা জানিয়ে, অপরটি অন্যান্য, যেখানে স্থান পেয়েছে, নবীন কবি ও লেখকদের লেখা। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, নির্ভুল ভাবে ব্লগজিনটিকে উপস্থাপন করতে, তা সত্তেও ভুল-ভ্রান্তি থেকে যেতেই পারে, সেটুকু নিজগুণে মার্জণীয়।
প্রতি পাঠক-পাঠিকাকে আমাদের পক্ষ থেকে অনুরোধ, তাঁরা নিজেরা পড়ুন ও সাহিত্যপ্রেমী মানুষকে পড়ান, প্রত্যেকের মূল্যবান মতামত আমাদের কাছে শিরোধার্য, কারণ আমরা মনে করি, প্রকাশ হবার পর , ব্লগজিনের অধিকার তাঁদের, তাঁরা প্রত্যেকেই আমাদের কাছে সম্মানীয়।
সৌকর্য সকলের কাছে অপরিহার্য হয়ে উঠুক।
ধন্যবাদান্তে,
বৈজয়ন্ত রাহা, সম্পাদক
বৈজয়ন্ত রাহা, সম্পাদক
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন