সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

রোহণ কুদ্দুস

বনবাসের পরবর্তী নস্টালজিয়া



খোসা ছাড়ানো কিছু মাছি রাখা আছে ক্যানভাসে চলমান

হাতের ওপর মেলে রাখা হল অভ্যস্ত রোদাভাস অথচ
এসবের অনেক ওপর দিয়ে শরৎ ঘুরেও দেখছে না
সমগ্র বেঙ্গালুরু শহর এবং পার্শ্ববর্তী বিমানপোত

কান বেয়ে গড়িয়ে যাচ্ছে কনফারেন্সের উচ্ছিষ্ট আর
বিরক্ত সহযাত্রীদের বোর্ডিং পাসের অর্ধেক শার্ট পিছলে
ক্রমাগত বেড়ে চলেছে ফোকাস দূরত্বের অনুরাগ এবং
কারোর হঠাৎ চলকে পড়া ঝুমকার বাসন্তী অভিযোগ

পরবর্তী কিছু নিরুদ্দিষ্ট রিলের শোকে মগ্ন হয়ে রইল
এয়ার হোস্টেসের নিরাপত্তাসূচক ঘোষণার মাইম

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন